খ্রিস্টানরা বেশীরভাগই বিশ্বাস করেন যে পবিত্র পিতা, পবিত্র পুত্র এবং পবিত্র আত্মা এরা তিনজনই ঈশ্বর। আবার তিনজনই আসলে একজন। কিন্তু, ১+১+১=১ তো হতে পারে না।
তাদের এই বিশ্বাসের পেছনে যুক্তিটা কি? ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী ইহুদিরা তো ট্রিনিটিতে বিশ্বাস করে না।
খ্রিস্ট ধর্মের অনুসারিরা বেশীরভাগই ত্রিত্ববাদ বা, ট্রিনিটিতে বিশ্বাস করে(বিশেষ করে ক্যাথলিকরা)। এই মত অনুসারে ঈশ্বরের তিনটি রূপ- পবিত্র পিতা, পবিত্র পুত্র এবং পবিত্র আত্মা। তারা মনে করে ঈশ্বর নিজেই ঈশ্বরের পুত্র হিসেবে পৃথিবীতে এসেছেন, এবং যিশুই তিনি যার আগমন পৃথিবীর মানুষের সাথে স্রষ্টার কানেকশন তৈরি করেছে।
মুসলিমরা যে যুক্তি দেখায়, যে স্রষ্টা তার সৃষ্টি থেকে ভিন্ন। তাই, একইসাথে সৃষ্টি এবং স্রষ্টা একই ব্যক্তি কিভাবে হয়? কিন্তু খ্রিস্টানদের চিন্তাভাবনা আলাদা। তারা মনে করেন ঈশ্বর সব পারেন, তিনি তার নিজের পুত্র হিসেবেও আগমন করতে পারেন। ওল্ড টেস্টামেন্টে ঈঙ্গিত দেয়া আছে যিশুর আগমনের, আর নিউ টেস্টামেন্টে যিশুর শিষ্যদের কথায় যা বলা আছে তাতে এই ব্যাপারটা স্পষ্ট।
আমি যতদূর জানি এটিই খ্রিস্টানদের ট্রিনিটির পক্ষের যুক্তি, বিপক্ষেও অনেক যুক্তি আছে। বলতেই হচ্ছে, আমি ট্রিনিটি বুঝি না।